নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের বাস টার্মিনাল এলাকা থেকে ফেনসিডিলসহ হৃদয় খান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৬। এসময় তার কাছ থেকে ৫৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে তাকে আটক করা হয়। আটক হৃদয় খান চুয়াডাঙ্গার হক পাড়া এলাকার মুনসুর আলীর ছেলে।

ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফুল ইসলাম জানান, ঝিনাইদহ থেকে যাওয়ার পথে মোটরসাইকেলে কতিপয় ব্যক্তির সাথে মাদক ক্রয়-বিক্রয় করবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৫৯ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড , নগদ ৮৬০ টাকা।
আটক হৃদয়ের বিরুদ্ধে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং যশোর জেলার বিভিন্ন থানায় ৮টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের হয়েছে।