ঝিনাইদহে বিভাগীয় কমিশনারের সাথে জেলার সকল দপ্তর প্রধান কর্মকর্তাদের সাথে এক মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
এ সময়ে জেলার বিভিন্ন দপ্তর প্রধান , বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক দলের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রধান অতিথি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলের জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া তাদের দ্বায়িত্ব ও কর্তব্য। সুন্দর ও সুষ্ঠভাবে এ সেবা করতে পারলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা ও পুরস্কার বিতরন করা হয়।
সবুজদেশ/এসএএস