ঝিনাইদহঃ

ঝিনাইদহ কালীগঞ্জে বিয়ে করতে এসে ধরাশায়ী হলো বর। বাল্যবিয়ের কারনে বউতো জুটলো না বরং তাকে যেতে হলো শ্রীঘরে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট জাকির হোসেনের পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দামোদরপুর গ্রামে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পান উপজেলার কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামে একটি বাল্যবিয়ে হচ্ছে। তিনি সোমবার বিকাল ৫ টার দিকে ওই গ্রামে পৌছে দেখেন বিয়ের আয়োজন চলছে।

এরপর কনের শিক্ষা সনদ অনুযায়ী বয়স না হওয়ায় বিয়ে করতে আসা বর জেলার হরিনাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আশিককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বর কনে উভয় পক্ষকে বুঝিয়ে বাল্য বিয়ে না দেয়ার অঙ্গিকার করানো হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here