ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভাড়ায় যেতে অস্বীকার করায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম

 

ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক ও ছেলে ইজাজুল ইসলামকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল মঙ্গলবার রাত ৮টার দিকে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ওই সময় ভ্যানচালক জাহাঙ্গীর ভাড়ায় যেতে অস্বীকার করেন।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিমুল নামের ওই যুবক ভ্যানচালক জাহাঙ্গীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাবাকে বাঁচাতে জাহাঙ্গীরের ছেলে ইজাজুল ছুটে এলে তাকেও বেধড়ক কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারী শিমুল নামের যু্বক পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা এসে তাদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জখমের শিকার পিতা-পূত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া জানান, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের শরীরে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে ভাড়ায় যেতে অস্বীকার করায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম

Update Time : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

 

ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক ও ছেলে ইজাজুল ইসলামকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল মঙ্গলবার রাত ৮টার দিকে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ওই সময় ভ্যানচালক জাহাঙ্গীর ভাড়ায় যেতে অস্বীকার করেন।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিমুল নামের ওই যুবক ভ্যানচালক জাহাঙ্গীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাবাকে বাঁচাতে জাহাঙ্গীরের ছেলে ইজাজুল ছুটে এলে তাকেও বেধড়ক কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারী শিমুল নামের যু্বক পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা এসে তাদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জখমের শিকার পিতা-পূত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া জানান, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের শরীরে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

সবুজদেশ/এসএএস