ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভিটামিন ‘এ’ ক্যাপসূল পাবে ২ লাখ ৪০ হাজার শিশু

 

ঝিনাইদহে এবার দুই লাখ ৪০ হাজার শিশু ভিটামিন এ ক্যাপসূল পেতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ জেলার সকল উপজেলা ও তিনটি পৌর এলাকার শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের মাঝে এ ক্যাপসূল বিতরণ করা হবে। এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন অফিস।

জানা গেছে, আগামী ১৫ মার্চ দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার সকল ইপিআই (টিকাদান) কেন্দ্রে এই ক্যাপসূল খাওয়ানো হবে। স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ওই দিন শূন্য থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। যে সকল শিশুর বয়স শূন্য থেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসূল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সকল উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌছে সরবরাহ সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, এ বছর জেলার সদর উপজেলায় ৫০ হাজার ৭২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। এ ছাড়া সদর পৌরসভা এলাকায় ১৩ হাজার ১৯২ জন শিশুকে এই ক্যাপসূল খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা।

এ ছাড়া জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় ৩৭ হাজার ৭৮৩ জন, মহেশপুর উপজেলা ও পৌর এলাকায় ৩৯ হাজার ৪৯ জন শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। একই ভাবে জেলার হরিণাকুন্ডু উপজেলায় ২৫ হাজার ৫০৬ জন, শৈলকূপায় ৫০ হাজার ৩৯৬ জন ও কোটচাদপুর উপজেলায় ২৩ হাজার ৭০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। জেলা ব্যাপী ২ লাখ ৪০ হাজারের বেশি শিশু এবছর বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসূল পাবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ঝিনাইদহে ভিটামিন ‘এ’ ক্যাপসূল পাবে ২ লাখ ৪০ হাজার শিশু

Update Time : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

ঝিনাইদহে এবার দুই লাখ ৪০ হাজার শিশু ভিটামিন এ ক্যাপসূল পেতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ জেলার সকল উপজেলা ও তিনটি পৌর এলাকার শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের মাঝে এ ক্যাপসূল বিতরণ করা হবে। এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন অফিস।

জানা গেছে, আগামী ১৫ মার্চ দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার সকল ইপিআই (টিকাদান) কেন্দ্রে এই ক্যাপসূল খাওয়ানো হবে। স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ওই দিন শূন্য থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। যে সকল শিশুর বয়স শূন্য থেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসূল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সকল উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌছে সরবরাহ সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, এ বছর জেলার সদর উপজেলায় ৫০ হাজার ৭২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। এ ছাড়া সদর পৌরসভা এলাকায় ১৩ হাজার ১৯২ জন শিশুকে এই ক্যাপসূল খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা।

এ ছাড়া জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় ৩৭ হাজার ৭৮৩ জন, মহেশপুর উপজেলা ও পৌর এলাকায় ৩৯ হাজার ৪৯ জন শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। একই ভাবে জেলার হরিণাকুন্ডু উপজেলায় ২৫ হাজার ৫০৬ জন, শৈলকূপায় ৫০ হাজার ৩৯৬ জন ও কোটচাদপুর উপজেলায় ২৩ হাজার ৭০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। জেলা ব্যাপী ২ লাখ ৪০ হাজারের বেশি শিশু এবছর বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসূল পাবে।

সবুজদেশ/এসইউ