ঝিনাইদহে ভূয়া ডেন্টাল চিকিৎসক বাবা-ছেলেকে কারাদণ্ড
ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভুয়া ডেন্টাল ডাক্তারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর ফাতেমা ডেন্টাল কেয়ার সিলগালা করে দেয়া হয়েছে।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ্য আদালত পরিচালনা করেন ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো হেদায়েতুল্লাহ।
ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল্লাহ জানান, ফাতেমা ডেন্টাল কেয়ার এর মালিক ডাবলু তিনি ডাক্তার হিসাবে পরিচয় দিয়েছেন যেটা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলে দন্ডনীয় অপরাধ এবং ভ্রাম্যমাণ আদালতের সাথে খারাপ আচরণ ও আক্রমনাত্তক আচরণ করাই ডাবলু রহমানকে মেডিকেল এর ডেন্টাল কাউন্সিল আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছেলে রাব্বুল হোসেন ছাত্র হওয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং ফাতেমা ডেন্টাল কেয়ার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সিলগালা করা হয়।