ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৮ টি মামলা ও ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সোমবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম সাগর। ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ বিআরটিএ’র মোটরযান কর্মকর্তাগণ ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যরা।
সেসময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও সড়ক পরিবহন আইন অনুযায়ী বেশ কিছু হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অতিরিক্ত যাত্রী ও ওভারলোডের কারণে সংশ্লিষ্ট পরিবহনকে আর্থিক জরিমানা আরোপ ও মামলা দেওয়া হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম বলেন, মহাসড়কে চলমান সকল প্রকার যানবাহনে আমরা অভিযান পরিচালনা করছি । যে সকল পরিবহন ওভার লোড, হাইড্রোলিক হর্ন ও ফিটনেস বিহীন সড়কে চলাচল করছে আমরা তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাবস্থা নিচ্ছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।
সবুজদেশ/এসএএস