ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে মা’কে ভরণপোষণ না দেওয়ায় স্বামী- স্ত্রী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলের বিরুদ্ধে মামলা করেছে এক মা। এ মামলায় বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে ছেলেও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ব্যাপারীপাড়ার শহিদুল ইসলামের ইসলামের ছেলে সাইফুল্লাহ(৪৪) ও তার স্ত্রী রুমা খাতুন (৩০)। সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয় না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ৭০ জনের প্রাণহানি

ঝিনাইদহে মা’কে ভরণপোষণ না দেওয়ায় স্বামী- স্ত্রী গ্রেফতার

Update Time : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলের বিরুদ্ধে মামলা করেছে এক মা। এ মামলায় বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে ছেলেও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-শহরের ব্যাপারীপাড়ার শহিদুল ইসলামের ইসলামের ছেলে সাইফুল্লাহ(৪৪) ও তার স্ত্রী রুমা খাতুন (৩০)। সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয় না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।