ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে মেছো বাঘ আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডেু একটি বড়ো আকৃতির মেছো বাঘ আটক করে গ্রামবাসী। শনিবার উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রাম থেকে ফাঁদ পেতে বাঘটি আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মকর্তাগন বাঘটিকে উদ্ধার করে পশুহাসপাতালে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরে মেছো বাঘটি গ্রামে ঘোরাঘুরি করে।

এলাকার লোকজনের পোষা হাসঁ মুরগী, ছাগলের বাচ্ছা ধরে খাচ্ছিল। শনিবার গ্রামের লোকজন মাঠে বাঘটি ঘোরাফেরা করতে দেখে। এক সময় বাঘটি ছাগলের বাচ্ছা ধরার জন্য তারা করে। এসময় মাঠের মানুষ ফাঁদ পেতে বাঘটিকে আটক করে।

উপজেলা বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসী ফাঁদ পেতে বাঘটিকে আটক করার পর প্রহার করে। পরে একটি শিকল দিয়ে বেঁধে লোহার খাঁচায় আটকে রাখে। ফলে বাঘটি অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মকর্তাগন বাঘটিকে উদ্ধার করে পশুহাসপাতালে হস্তান্তর করে। বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘটি সুস্থ হলে রবিবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

About Author Information
আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
২২৬ Time View

ঝিনাইদহে মেছো বাঘ আটক

আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডেু একটি বড়ো আকৃতির মেছো বাঘ আটক করে গ্রামবাসী। শনিবার উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রাম থেকে ফাঁদ পেতে বাঘটি আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মকর্তাগন বাঘটিকে উদ্ধার করে পশুহাসপাতালে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরে মেছো বাঘটি গ্রামে ঘোরাঘুরি করে।

এলাকার লোকজনের পোষা হাসঁ মুরগী, ছাগলের বাচ্ছা ধরে খাচ্ছিল। শনিবার গ্রামের লোকজন মাঠে বাঘটি ঘোরাফেরা করতে দেখে। এক সময় বাঘটি ছাগলের বাচ্ছা ধরার জন্য তারা করে। এসময় মাঠের মানুষ ফাঁদ পেতে বাঘটিকে আটক করে।

উপজেলা বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসী ফাঁদ পেতে বাঘটিকে আটক করার পর প্রহার করে। পরে একটি শিকল দিয়ে বেঁধে লোহার খাঁচায় আটকে রাখে। ফলে বাঘটি অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মকর্তাগন বাঘটিকে উদ্ধার করে পশুহাসপাতালে হস্তান্তর করে। বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘটি সুস্থ হলে রবিবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।