ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সম্রাট চুটলিয়া দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে চুটলিয়া দক্ষিণ পাড়ার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের লাশটি পড়ে ছিল। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এখন ঘটনাস্থলে রয়েছেন। গ্রামবাসী অভিযোগ করেছেন এর আগে একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে সবুজের সঙ্গে নিহত সম্রাটের বিরোধ ছিল। পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে।
দেখুন ভিডিও…