ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফিরোজ হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত ফিরোজ হোসেন ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহননের চেষ্টা করেছিলেন বলে পরিবার জানায়। সোমবার রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে সকালে তার চাচা পুকুরপাড়ের আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

এ বিষয়ে নিহতের বোন তাপসী জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে ব্রেনের সমস্যায় ভুগছিলেন। আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না।

তাহেরহুদা ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যাজনিত ঘটনা বলেই মনে হচ্ছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফিরোজ হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত ফিরোজ হোসেন ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহননের চেষ্টা করেছিলেন বলে পরিবার জানায়। সোমবার রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে সকালে তার চাচা পুকুরপাড়ের আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

এ বিষয়ে নিহতের বোন তাপসী জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে ব্রেনের সমস্যায় ভুগছিলেন। আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না।

তাহেরহুদা ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যাজনিত ঘটনা বলেই মনে হচ্ছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবুজদেশ/এসএএস