নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকা থেকে সোনিয়া খাতুন নামে এক যুবতীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, সকালে ওই স্থানে রাস্তার পাশে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় উদ্ধার করেছে।
সোনিয়া খাতুন নামের ওই যুবতীর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষীপুর-রায়পুর গ্রামে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।