ঝিনাইদহে রাংগেলপোতা ৭৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়টি পুকুরে, আতঙ্কে ছাত্র-ছাত্রীরা
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাংগেরপোতা ৭৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে । যার কারনে গ্রাম্য এলাকায় শিক্ষার হার বাড়তে থকে। শিক্ষার দিক দিয়ে এই বিদ্যালয়টি ইউনিয়নের মধ্যে কয়েক বার প্রথম হয়েছে। অথচ সেই বিদ্যালয়টি দিন দিন পুকুর গ্রাস করছে। তারপরও কতৃপক্ষর কোন নজরদারি নেই। যে কোন সময় স্কুল ঘর ভেঙ্গে পুকুরে মধ্যে চলে যাবে। এদিকে স্কুলের অভিভাবকরা দূর্ঘটনার ভয়ে বাচ্ছাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, কর্তপক্ষের কাছে আমরা লিখিত ভাবে জানিয়েছি। তারপরও কোমল মতি ছাত্র/ছাত্রী দের নিয়ে বেশ আতংকের মধ্যে আছি, কখন যে কি হয়। এদিকে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, বিষয়টি আমি শুনেছি তবে আমি কর্তপক্ষের কাছে জোরালো আবেদন করবো বিষয়টি সরেজমিনে এসে ব্যবস্থা নেওয়ার জন্য।