ঝিনাইদহে জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকদের মানববন্ধন
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোষিত সহকারী শিক্ষকের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবী বাস্তবায়নের লক্ষ্যে এক সমাবেশের আয়োজন করা হয় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।
কিন্তু শহীদ মিনারে শিক্ষকদের জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে এভাবে সমাবেশ করায় শৈলকুপার সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হতে দেখা গেছে।
অনেকেই মন্তব্য করেছেন মানুষ গড়ার কারিগরেরা কিভাবে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে শহীদ মিনারে উঠেন। আর এদের কাছে আমাদের ভবিষ্যত প্রজন্ম শহীদদের প্রতি সম্মান জানানোর রীতিনীতি শিখবে কি করে।
এবিষয়ে সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখ জনক। ভুলক্রমে যদি হয়ে থাকে তাহলে এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।