নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী’র শিক্ষক-সুপারভাইজারগনের ১২দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে।

রোববার সকালে শহরের পবহাটি সৃজনী প্রশিক্ষণ কেন্দ্রে সৃজনী বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রথীন্দ্র নাথ রায়। সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো’র সহকারী পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান, প্রোগ্রাম প্রধান ওহিদুল ইসলাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সার্বিক তত্ত্ববধায়নে সৃজনী বাংলাদেশ “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী”র এই প্রশিক্ষণ চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here