ঝিনাইদহের মহেশপুরে ১০ বছরের এক শিশুর সাথে অনৈতিক শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে মসলেম উদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত মসলেম উদ্দিনকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরে।
ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর কওমি মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে। অভিযুক্ত মসলেম উদ্দিন ওই গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে ও স্বরুপপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক।
জানা যায়, মসলেম উদ্দিন একজন মুদি ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ আছে বহুদিন ধরে এলাকার নারী ও শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে। বৃহস্পতিবার ১০ বছরের শিশুর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার বিষয়টি জনগণের কাছে নিজেই স্বীকার করেছেন অভিযুক্ত মসলেম উদ্দিন।
এ ঘটনায় মসলেম উদ্দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে তিনি অনৈতিক শারিরীক সম্পর্কে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই শিশুটির কাছে ২৫০ টাকা পেতেন। সেই টাকার জন্য তিনি মাদ্রাসার একটি কক্ষে শিশুটিকে নিয়ে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এ সময় এলাকাবাসী তাকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরে। তিনি ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
তবে এ ব্যাপারে জানতে মহেশপুর উপজেলা জামায়াতের আমীর ফারুক আহমেদের মোবাইলে ফোন দিলেও তিনি সাড়া দেননি।
মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা সবুজদেশ নিউজকে জানান, আমরা ঘটনাটি শুনেছি। পুলিশ ভিকটিম শিশুটির বাসায় গিয়েছিল। কিন্তু বাসায় কাউকে পাওয়া যায়নি। ভিকটিম শিশুটি অভিযোগ দিলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সবুজদেশ/এসএএস