ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ক্যাটাগরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ্যের সুর আর ছন্দে বাছাইকৃত শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। দুপুরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে আরা খাতুন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিন। বিচারকের দ্বায়িত্ব পালন করেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক সমির বৈদ্য, ঝিনাইদহ কলেজের প্রভাষক বাবুল আক্তার লাল্টু। প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে সরকারি বালক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ও কলেজ পর্যায়ে সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here