ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সংঘর্ষে নিহতের ঘটনায় হয়নি মামলা, চলছে ভাংচুর ও লুটপাট

 

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট। ঘটনার দিন থেকে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পুর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকা ঘুরে দেখা যায় ওই গ্রামের উত্তর পাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পুর্ব পাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০ টি বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার দুপুরে এক কৃষাণীর গোয়াল থেকে গরু খুলে নিয়ে যেতে দেখা গেছে। পরে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায় লুটকারীরা। এদিকে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখন এজাহার না দেওয়ায় এখনও মামলা হয়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে আমরা তা মামলা হিসেবে গ্রহণ করব। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলিম উদ্দিনের সমর্থক মোশাররফ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে সংঘর্ষে নিহতের ঘটনায় হয়নি মামলা, চলছে ভাংচুর ও লুটপাট

Update Time : ০৭:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

 

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট। ঘটনার দিন থেকে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পুর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকা ঘুরে দেখা যায় ওই গ্রামের উত্তর পাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পুর্ব পাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০ টি বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার দুপুরে এক কৃষাণীর গোয়াল থেকে গরু খুলে নিয়ে যেতে দেখা গেছে। পরে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায় লুটকারীরা। এদিকে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখন এজাহার না দেওয়ায় এখনও মামলা হয়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে আমরা তা মামলা হিসেবে গ্রহণ করব। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলিম উদ্দিনের সমর্থক মোশাররফ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন।

সবুজদেশ/এসএএস