ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

 

আম বিক্রি করার জন্য মাগুরা থেকে ঝিনাইদহে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় লিটন মণ্ডল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার (১৭ মে) সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের ধানহাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লিটন মণ্ডল মাগুরা সদর উপজেলার বাসতালি গ্রামের শফি মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাগুরার বাসতৈল এলাকা থেকে ইজিবাইকে করে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে বিক্রি করতে যাচ্ছিলেন লিটন। পথে ধানহাড়িয়া নামক স্থানে পৌঁছালে একটি অটোরিকশা সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লিটন মৌসুমী ফলের ব্যবসা করতেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় অটোরিকশাটি আটক করা যায়নি। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

Update Time : ১২:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

 

আম বিক্রি করার জন্য মাগুরা থেকে ঝিনাইদহে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় লিটন মণ্ডল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার (১৭ মে) সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের ধানহাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লিটন মণ্ডল মাগুরা সদর উপজেলার বাসতালি গ্রামের শফি মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাগুরার বাসতৈল এলাকা থেকে ইজিবাইকে করে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে বিক্রি করতে যাচ্ছিলেন লিটন। পথে ধানহাড়িয়া নামক স্থানে পৌঁছালে একটি অটোরিকশা সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লিটন মৌসুমী ফলের ব্যবসা করতেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় অটোরিকশাটি আটক করা যায়নি। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসইউ