ঝিনাইদহে সড়কে প্রাণ গেল ৪ বছরের শিশুর (ভিডিও)
পটেটো চিপস খাবে বলে বাবার কাছে বায়না ধরেছিল ৪ বছরের শিশু হাবিবুল্লাহ। সন্তানকে খুশি করতে বাবা রাজিব হোসেন হাত ধরে বাড়ির সামনে সড়কের পাশের দোকানে নিয়ে আসেন। সেখান থেকে পটেটো নিয়ে হাতে দিলেই হাবিবুল্লাহ খুশিতে বাড়ির দিকে দৌঁড় দেয়। এ সময় একটি দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু এসে তাকে সজোরে ধাক্কা দিলে হাবিবুল্লাহ পাকা সড়কের উপরে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুর আগে বাবার কাছ থেকে চিপস পেয়ে খুশি হলেও সকলকে কাঁদিয়ে অজানা ঠিকানায় চলে গেল হাবিবুল্লাহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না মাঝপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে হাবিবুল্লাহ তার বাবার সাথে পার্শ্ববর্তী দোকানে পটেটো চিপস কিনতে যায়। দোকান থেকে পটোটো হাতে পেয়ে সে সড়ক বেয়ে বাড়ির দিকে দৌড় দেয়। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত আলম সাধু এসে হাবিবুল্লাহকে সজোরে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কিন্ত এ ঘটনায় শিশুটির পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাননি।
সবুজদেশ/এসইউ