ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সদ্যভূমিষ্ঠ শিশু সন্তান হত্যার অভিযোগ, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে সদ্যভূমিষ্ঠ এক ছেলে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে। এ ঘটনায় মা নুরুন্নাহার ও নানী কমেলা বেগমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে আতিয়ার রহামনের মেয়ে নুরুন্নাহার প্রসব বেদনা নিয়ে গত রাতে সদর হাসপাতালে ভর্তি হয়। রাত ৯ টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় সে। এরপর শিশুটির নানী তাকে নিয়ে ওয়ার্ড থেকে বের হয়ে যায়। পরে শিশুটিকে হাত পা ভাঙ্গা অবস্থায় ওয়ার্ডে নিয়ে আসে। নার্সরা বিষয়টি চিকিৎসককে জানালে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

পরে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মা ও নানীকে আটক করে। শিশুটি অবৈধ সম্পর্কের বলে দাবি তার মায়ের। পরে পরকীয়া সম্পর্কে জড়ানো ব্যক্তিকেও আটক করে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

Tag :

হামজা বরণের জন্য জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি কতটুকু ?

ঝিনাইদহে সদ্যভূমিষ্ঠ শিশু সন্তান হত্যার অভিযোগ, আটক ৩

Update Time : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে সদ্যভূমিষ্ঠ এক ছেলে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে। এ ঘটনায় মা নুরুন্নাহার ও নানী কমেলা বেগমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে আতিয়ার রহামনের মেয়ে নুরুন্নাহার প্রসব বেদনা নিয়ে গত রাতে সদর হাসপাতালে ভর্তি হয়। রাত ৯ টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় সে। এরপর শিশুটির নানী তাকে নিয়ে ওয়ার্ড থেকে বের হয়ে যায়। পরে শিশুটিকে হাত পা ভাঙ্গা অবস্থায় ওয়ার্ডে নিয়ে আসে। নার্সরা বিষয়টি চিকিৎসককে জানালে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

পরে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মা ও নানীকে আটক করে। শিশুটি অবৈধ সম্পর্কের বলে দাবি তার মায়ের। পরে পরকীয়া সম্পর্কে জড়ানো ব্যক্তিকেও আটক করে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।