ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

 

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১০ আগস্ট মেলা শেষ হবে।

সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি বেসরকারি ২৪ টি নার্সারী স্টল প্রদর্শন করেছে।

এর আগে শহরের পায়রা চত্বর থেকে মেলা উপলক্ষ্যে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, জেলা সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

র‌্যালিটি পোস্ট অফিস মোড় ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলায় জেলার বিভিন্ন নার্সারি উদ্যোক্তারা বাহারি ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা প্রদর্শন করেন। এ ছাড়া ছাদবাগানে রোপন উপযোগী গাছ-গাছালির পসরা সাজিয়েছেন নার্সারি উদ্যোক্তারা। সুলভ মুল্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রয় করা হবে স্টলগুলোতে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

Update Time : ০৬:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১০ আগস্ট মেলা শেষ হবে।

সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি বেসরকারি ২৪ টি নার্সারী স্টল প্রদর্শন করেছে।

এর আগে শহরের পায়রা চত্বর থেকে মেলা উপলক্ষ্যে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, জেলা সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

র‌্যালিটি পোস্ট অফিস মোড় ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলায় জেলার বিভিন্ন নার্সারি উদ্যোক্তারা বাহারি ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা প্রদর্শন করেন। এ ছাড়া ছাদবাগানে রোপন উপযোগী গাছ-গাছালির পসরা সাজিয়েছেন নার্সারি উদ্যোক্তারা। সুলভ মুল্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রয় করা হবে স্টলগুলোতে।

সবুজদেশ/এসএএস