ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সম্পত্তির লোভে ভাইকে হত্যার অভিযোগ

 

ঝিনাইদহে সম্পত্তির লোভে সুদীপ জোয়ার্দ্দার (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। নিহত সুদীপ জোয়ার্দ্দার শহরের কেপি বসু সড়কের সুনীল জোয়ার্দ্দারের ছেলে।

এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন সুদীপের সৎ ভাই শীলন জোয়ার্দ্দার। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুদীপের। প্রথমে আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরবর্তীতে তার শরীরে আঘাতের চিহ্ন ও অসামঞ্জস্যপূর্ণ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল সুদীপের সঙ্গে তার সৎ মা ও ভাইয়ের।

সুদীপের বন্ধু ফাহাদ মাহমুদ বলেন, ‘কিছুদিন আগে সুদীপ বলেছিল তার জীবনের ঝুঁকি আছে। কেউ তাকে সম্পত্তির জন্য মেরে ফেলতে পারে।’

সুদীপের মামা প্রশান্ত রায় বলেন, ‘সুদীপকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার সৎ ভাই। আমি আমার ভাগ্নে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সুদীপ হত্যার বিচারের দাবিতে গত দুই দিন ধরে ঝিনাইদহ শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। সোমবার দুপুরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে সম্পত্তির লোভে ভাইকে হত্যার অভিযোগ

Update Time : ০৭:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

ঝিনাইদহে সম্পত্তির লোভে সুদীপ জোয়ার্দ্দার (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। নিহত সুদীপ জোয়ার্দ্দার শহরের কেপি বসু সড়কের সুনীল জোয়ার্দ্দারের ছেলে।

এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন সুদীপের সৎ ভাই শীলন জোয়ার্দ্দার। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুদীপের। প্রথমে আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরবর্তীতে তার শরীরে আঘাতের চিহ্ন ও অসামঞ্জস্যপূর্ণ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল সুদীপের সঙ্গে তার সৎ মা ও ভাইয়ের।

সুদীপের বন্ধু ফাহাদ মাহমুদ বলেন, ‘কিছুদিন আগে সুদীপ বলেছিল তার জীবনের ঝুঁকি আছে। কেউ তাকে সম্পত্তির জন্য মেরে ফেলতে পারে।’

সুদীপের মামা প্রশান্ত রায় বলেন, ‘সুদীপকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার সৎ ভাই। আমি আমার ভাগ্নে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সুদীপ হত্যার বিচারের দাবিতে গত দুই দিন ধরে ঝিনাইদহ শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। সোমবার দুপুরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সবুজদেশ/এসএএস