ঝিনাইদহে সাংবাদিক মিল্টনের উপর সন্ত্রাসী হামলা
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আব্দুর রহমান মিল্টনের উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর ১টার পরে শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক আব্দুর রহমান মিল্টন।
সাংবাদিক মিল্টন জানান, একজন ব্যবসায়ী নিহতের ঘটনায় স্বজনরা সাংবাদিক সম্মেলন করলে তার সংবাদ পত্রিকায় অনলাইনে প্রকাশের জের ধরে গত কয়েকদিন ধরে থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রকাশ্যে নানা মহলে হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি শতাধিক ব্যক্তিবর্গ নিয়ে রাতের আঁধারে সাংবাদিকের বাড়ির পাশের জমি জবরদখল করে এবং হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। এসব ঘটনার জের ধরে সাহেব খাঁন, রাকিবুল হাসান নয়ন সহ একদল দুর্বৃত্ত এমন হামলা চালায়। হামলাকারীদের কেউ কেউ ছাত্রদলের বিভিন্ন পদে রয়েছে।
তিনি আরো জানান, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড, হাতুড়ি এসব দিয়ে বেধড়ক মারপিট করে। এতে দুই পা, হাটু, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রসঙ্গত, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি। এছাড়াও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। এমন ঘটনার নিন্দা জানিয়েছে ঝিনাইদহ ও শৈলকুপার বিভিন্ন সাংবাদিক সংগঠন।
শৈলকুপা থানার ওসি মো: মাসুম খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অবিরেই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।