ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এসএম মশিউর রহমান, মীর রবিউল ইসলাম লাভলু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত মসিউর রহমানে সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও তার দর্শন নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 










