ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

 

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর মাটিলা বিওপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুুর বিওপির পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশপুরে মাটিলা বিওপি’র বিপরীতে ভারতের রণঘাট কোম্পানি ওই দুই বাংলাদেশিকে আটক করে।

আটকরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

রোববার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, ৫৮ বিজিবির মাটিলা বিওপি এবং ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর  রণঘাট কোম্পানীর সাথে সীমান্ত পিলার ৫৩ এর সন্নিকটে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানী কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফ এর রণঘাট কোম্পানী কমান্ডার এসি অভিষেক কুমার।

এসময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুুর বিওপির পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। আটকরা সবাই বাংলাদেশের নাগরিক।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকি আটকদের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসএএস

ঝিনাইদহ সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Update Time : ০৮:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর মাটিলা বিওপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুুর বিওপির পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশপুরে মাটিলা বিওপি’র বিপরীতে ভারতের রণঘাট কোম্পানি ওই দুই বাংলাদেশিকে আটক করে।

আটকরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

রোববার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, ৫৮ বিজিবির মাটিলা বিওপি এবং ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর  রণঘাট কোম্পানীর সাথে সীমান্ত পিলার ৫৩ এর সন্নিকটে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানী কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফ এর রণঘাট কোম্পানী কমান্ডার এসি অভিষেক কুমার।

এসময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুুর বিওপির পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। আটকরা সবাই বাংলাদেশের নাগরিক।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকি আটকদের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসএএস