ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় আম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ মে) বিকেলে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযানে ১.১১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অন্য এক অভিযানে রাজাপুর সীমান্ত এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ এবং উথুলী সীমান্ত থেকে ১৩ বোতল মদসহ ৪০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এছাড়া, নতুনপাড়া বিওপির অভিযানে ৯৫০ কেজি ভারতীয় আম ও একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়।
বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজিবির মালখানায় জব্দ রাখা হয়েছে।
সবুজদেশ/এসইউ