সমাজের গরীব, অসহায় এবং বঞ্চিত মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন ‘২টাকায় হাসি’ । শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ যোহর এ ভিন্নধর্মী আয়োজন করে ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন।
শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ২ টাকার বিনিময়ে ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধা বঞ্চিত, অসহায়, দরিদ্র অর্ধশতাধিক নারী-পুরুষ ভাত ডাল এবং মাংস খাওয়ানো হয়।
রিক্সা চালক রহমত আলি জানান, দুই টাকায় ভাত, ডাল, মাংস পেয়ে সুবিধা বঞ্চিত মানুষরা খেয়ে তুলছেন তৃপ্তির ঢেকুর । প্রতি মাসে তারা পেট চুক্তি খাবার খেয়ে থাকেন দুই টাকার বিনিময়ে।
ভিক্ষুক বিলকিস বেগম জানান, হোটেলে একপ্লেট ভাত ৩০ টাকা, এক প্লেট খিচুড়ি ৫০ টাকা । সেখানে মাত্র দুই টাকায় পেটপুরে খাওয়া এ জামানায় অবিশ্বাস্য ব্যাপার।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিত তার এই সংগঠনটি । ২০২৪ সাল থেকে প্রতিমাসে এক বেলা করে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার তুলে দেওয়া হয় । কেউ যেন ইতস্ত বোধ না করে সেজন্যই দুই টাকা করে নেওয়া । যেন তারা দুই টাকায় খাবারটি কিনে খাচ্ছে।
তিনি আরো জানান, প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের আজকের এই ‘২ টাকায় হাসি’ আয়োজনটির ২১তম ইভেন্ট।
সবুজদেশ/এসএএস