নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে সুবির দাস (২০) হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে পাচঁটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদেরকে গ্রপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহ সদর থানার চাকলাপাড়া গ্রামের র্নিমল দাস ও হাটখোলা গ্রামের লিমন জোর্য়াদার।
র্যাব জানায়, জেলার চাকলাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে (০৪ অক্টোবর) রাত দেড়টার দিকে নির্মল দাসের সাথে সুবীর দাসের পিতা সত্যপদ দাসের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নির্মল দাসের প্ররোচনায় সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে সুবির দাসকে উপর্যুপরি কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় সুবির দাসের বাবা, মা ও চাচাকেও চাকু দিয়ে কুপিয়ে আহত করে তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবীর দাসকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সুবির দাসের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থনায় হস্তান্তর করা হয়েছে।