ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্কুলের সভাপতির বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name

ঝিনাইদহ :

ঝিনাইদহের মহেশপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও মহেশপুর পৌরসভার বেগমপুর বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ইকরামুল ইসলামকে অভিযুক্ত করে শনিবার (৪ এপ্রিল) দুপুরে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

মামলার বিবরণ ও প্রতিবন্ধী কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কিশোরী মহেশপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের বেগমপুরে আরইউএন আকরাম অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তার মা মারা গেছে বেশ কয়েক বছর আগে। তার বাবা ওই স্কুলের ভ্যানচালক। আর অভিযুক্ত ইকরামুল ইসলাম স্কুলটির সভাপতি। এরই সূত্র ধরে কিশোরীদের বাড়িতে যাতায়াত ছিল ইকরামুলের।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ হোসেন খান জানান, মেয়েটির বাবা স্কুলের ভ্যানচালক হওয়ায় ওই স্কুলের সভাপতি ইকরামুল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তাদের বাড়িতে যান। এ সময় বাড়িতে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে মেয়ের পরিবার ও প্রতিবেশীরা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

ওসি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শনিবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইকরামুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।

About Author Information
আপডেট সময় : ১১:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
৬০৯ Time View

ঝিনাইদহে স্কুলের সভাপতির বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১১:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০

ঝিনাইদহ :

ঝিনাইদহের মহেশপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও মহেশপুর পৌরসভার বেগমপুর বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ইকরামুল ইসলামকে অভিযুক্ত করে শনিবার (৪ এপ্রিল) দুপুরে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

মামলার বিবরণ ও প্রতিবন্ধী কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কিশোরী মহেশপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের বেগমপুরে আরইউএন আকরাম অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তার মা মারা গেছে বেশ কয়েক বছর আগে। তার বাবা ওই স্কুলের ভ্যানচালক। আর অভিযুক্ত ইকরামুল ইসলাম স্কুলটির সভাপতি। এরই সূত্র ধরে কিশোরীদের বাড়িতে যাতায়াত ছিল ইকরামুলের।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ হোসেন খান জানান, মেয়েটির বাবা স্কুলের ভ্যানচালক হওয়ায় ওই স্কুলের সভাপতি ইকরামুল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তাদের বাড়িতে যান। এ সময় বাড়িতে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে মেয়ের পরিবার ও প্রতিবেশীরা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

ওসি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শনিবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইকরামুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।