ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৯ অক্টোবর) রাতে সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে নয়ন মিয়া ও সম্রাট জোয়ার্দ্দার নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই মামলার অন্যতম আসামি। তারা ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী এবং জেলা ছাত্রলীগের সদস্য।

ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসানসহ ২ জনকে কুপিয়ে যখম করে তার প্রতিপক্ষরা। হামলাকারীদের কাছ থেকে বাঁচতে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

তিনি আরও জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম মাঠেই রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের ধরতে পারব। সড়ক দুর্ঘটনায় নিহতদের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি।

Tag :
জনপ্রিয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, দুইজন গ্রেপ্তার

Update Time : ০৬:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৯ অক্টোবর) রাতে সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে নয়ন মিয়া ও সম্রাট জোয়ার্দ্দার নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই মামলার অন্যতম আসামি। তারা ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী এবং জেলা ছাত্রলীগের সদস্য।

ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসানসহ ২ জনকে কুপিয়ে যখম করে তার প্রতিপক্ষরা। হামলাকারীদের কাছ থেকে বাঁচতে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

তিনি আরও জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম মাঠেই রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের ধরতে পারব। সড়ক দুর্ঘটনায় নিহতদের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি।