ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর সাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান স্বাক্ষী সিহাব শেখের ওপর হামলা করার অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার(২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিহাব শেখ ওই গ্রামের মৃত আকবর শেখের ছেলে। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিএলকে বাজার থেকে কেষ্টপুরে ফিরছিলেন সিহাব শেখ। সে সময় আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি আকমল মন্ডলের নেতৃত্বে সশস্ত্র একদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।
আহত সিহাব শেখের ভাই লাল্টু শেখ বলেন, ‘আমার মামাতো ভাই আবু সাঈদ বিশ্বাসকে ২০২৩ সালে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার স্বাক্ষী ছিল সিহাব শেখ। মামলার আসামিরা বেশ কিছুদিন ধরে তাকে হুমকি-ধমিক দিয়ে আসছিল। আজ সন্ধ্যায় পরিকল্পিত ভাবে সিহাবকে হত্যার উদ্দেশ্যে আকমল মন্ডলের নেতৃত্বে হামলা করা হয়। যাতে করে তারা আবু সাঈদ হত্যা মামলা থেকে মুক্তি পেতে পারে।’
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা ইমরান তন্বী বলেন, ‘সিহাব শেখের শরীরের বিভিন্ন জায়াগায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ নভেম্বর শৈলকুপার কেষ্টপুর গ্রামের ব্যবসায়ী সাহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
সবুজদেশ/এসএএস