ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে হাঁস চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় হাঁস চুরিকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে একই উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে।

জানা যায়, সাত দিন আগে নিল চাঁদ গোকুল নগর গ্রামের কিতাব খা এর পাতি হাঁস চুরি করে। পরে এই ঘটনা নিয়ে আমজাদ বিশ্বাস ও শুকুর আলীর সমর্থকদের মাঝে উত্তেজনা চলে আসছিলো। তারই জ্বের ধরে আমজাদের সমর্থকরা শুকুর আলীর সমর্থক সেকেন্দার আলীকে বেধড়ক মারধর করে। সেই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের হয়।

রবিবার আমজাদ এর সমর্থকরা মামলা থেকে জামিন হয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য শুকুরকে হুমকি প্রদান করেন। সোমবার সকালে শুকুর আলীর ভাই মাঠে গেলে আমজাদের সমর্থকদের সাথে তর্কবিতর্ক হয়। এই ঘটনার জের ধরে আমজাদের শতাধিক সমর্থকরা সকাল ৯ টার সময় দেশীয় অস্ত্র নিয়ে শুকুর আলী বিশ্বাসের বাড়িতে হামলা চালায়।

আহতদের মধ্যে আলমগীর হোসেন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গোকুলনগর গ্রামের দুই পক্ষের মাঝে মারামারি হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

About Author Information
আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
১১১ Time View

ঝিনাইদহে হাঁস চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় হাঁস চুরিকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে একই উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে।

জানা যায়, সাত দিন আগে নিল চাঁদ গোকুল নগর গ্রামের কিতাব খা এর পাতি হাঁস চুরি করে। পরে এই ঘটনা নিয়ে আমজাদ বিশ্বাস ও শুকুর আলীর সমর্থকদের মাঝে উত্তেজনা চলে আসছিলো। তারই জ্বের ধরে আমজাদের সমর্থকরা শুকুর আলীর সমর্থক সেকেন্দার আলীকে বেধড়ক মারধর করে। সেই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের হয়।

রবিবার আমজাদ এর সমর্থকরা মামলা থেকে জামিন হয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য শুকুরকে হুমকি প্রদান করেন। সোমবার সকালে শুকুর আলীর ভাই মাঠে গেলে আমজাদের সমর্থকদের সাথে তর্কবিতর্ক হয়। এই ঘটনার জের ধরে আমজাদের শতাধিক সমর্থকরা সকাল ৯ টার সময় দেশীয় অস্ত্র নিয়ে শুকুর আলী বিশ্বাসের বাড়িতে হামলা চালায়।

আহতদের মধ্যে আলমগীর হোসেন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গোকুলনগর গ্রামের দুই পক্ষের মাঝে মারামারি হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।