ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোর দায়ে যানবাহন ও চালককে জরিমানা

 

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পুলিশের বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি”র জেলা পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইড্রোলিক হর্নের সন্ধানে তল্লাশী করেন পুলিশ সদস্যরা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, আইন অনুমোদিত শব্দের মানমাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সড়কে ধারাবাহিক ভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোর দায়ে যানবাহন ও চালককে জরিমানা

Update Time : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পুলিশের বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি”র জেলা পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইড্রোলিক হর্নের সন্ধানে তল্লাশী করেন পুলিশ সদস্যরা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, আইন অনুমোদিত শব্দের মানমাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সড়কে ধারাবাহিক ভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

সবুজদেশ/এসএএস