ঝিনাইদহঃ

ঝিনাইদহে দফায় দফায় গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল থেকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। বৃষ্টির কারণে ভোগান্তীতে পড়েছে অফিস, স্কুলগামীরা। বৃষ্টি উপেক্ষা করে অনেককে ছাতা মাথায় নিয়ে ঘুরতে দেখা গেছে। এছাড়াও ক্রেতা না থাকায় শহরের অনেক দোকান পাট বন্ধ রয়েছে।

এদিকে বৃষ্টির সাথে বেড়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজ না পেয়ে অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে।

শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকা হাবিবুর রহমান বলেন, গেল রাতেও আবহাওয়া ভালো ছিল। ভোর থেকে আকাশে মেঘলা হতে শুরু করে। এরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে কাজে বের হওয়া যাচ্ছে না।

রিক্সা চালক সোনা মিয়া বলেন, শীতের কারণে রিক্সা চালানো যাচ্ছে না। তাছাড়াও বৃষ্টির কারণে শহরে লোকজনের উপস্থিতি কমে গেছে। ভাড়াও কম হচ্ছে যে কারণে বসে থাকতে হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here