ঝিনাইদহে হাসপাতাল থেকে পালানোর পথে করোনা উপসর্গে নারীর মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত নারীর নাম স্ত্রী পারভীন (৩২)। তিনি শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামের মিল্টন সরদারের স্ত্রী।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এ খবর নিশ্চিত করেছেন।
বুধবার রাত ৯টার দিকে পারভীন করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। আজ বৃহস্পতিবার তার নমুনা নেয়ার কথা ছিল। তবে তার আগেই সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার পথে আমতলা নামক স্থানে মারা যান তিনি।
এর আগে বৃহস্পতিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে কালীগঞ্জ উপজেলায় আরও একজনের মৃত্যু হয়। তিনি উপজেলার ঘোপপাড়া গ্রামের মসলেম আলীর ছেলে শুকুর আলীর (৫৫)। ঢাকা সিটি মিলের সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক আবদুল হামিদ জানান, এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনা উপসর্গ নিয়ে শিশু নারীসহ মারা গেলেন আটজন। তাদের সবার দাফন-কাফনের ব্যবস্থা করেছে ইসলামিক ফাউন্ডেশন।