ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৩ প্রবাসীকে জরিমানা
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী তিনজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়ায় মোঃ মিন্টু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
মিন্টু সলেমানপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে।
জানা গেছে, সে সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। কিন্তু কোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিল। এসময় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, বুধবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর পুর্বপাড়ায় সিঙ্গাপুর প্রবাসী আসলাম ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে না থেকে শশুরবাড়িসহ বিভিন্ন স্থানে প্রকাশ্য ঘুড়ে বেড়ানোর কারনে ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সাথে তিনি ও তার পরিবারের তিনজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।
ঘটনাস্থলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও, ঝিনাইদহের মহেশপুরে সরকারি নির্দেশনা অমান্য করে এক প্রবাসীর হোম কোয়ারেন্টাইনে না থাকায় ১০হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কৃঞ্চচন্দ্রপুর গ্রামের একজন মালয়েশিয়া থেকে গত ১৬ই মার্চ বাড়ি ফিরে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়,সে তা না মেনে উন্মুক্ত চলাফেরা করছিল।বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০হাজার টাকা জরিমানা করে।