ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ১৫ সেকেন্ডের তাণ্ডবে ৫০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ৩৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

মাত্র ১৫ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের অন্তত ৫০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। উড়ে গেছে ঘরের চালা। আসবাবপত্র পড়েছে পুকুরে।

গাছপালা উপড়ে আছড়ে পড়ে রাস্তায়। গ্রামটির ২০০ মিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, টর্নেডোর আঘাতে গাছপালা বসতভিটাসহ ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ের সঙ্গে ভারি বর্ষণ হয়েছে। তবে আশপাশের এলাকায় এর কোনো প্রভাব পড়েনি। উত্তর-দক্ষিণ দিক থেকে রাতে হঠাৎ আঘাত হানে গ্রামটিতে। দেয়ালচাপায় আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে দমকা ও ঝড়োহাওয়া বয়ে যেতে দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবকরা।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার বিকালে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের আরও  সহায়তা করা হবে।

Tag :