নিজস্ব প্রতিবেদক:
সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনায় আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৪৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করে ২৪৪ টি নমুনার ফলাফলে ৯৭ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৯, শৈলকুপায় ১৮, হরিণাকুণ্ডুতে ১৩, কালীগঞ্জে ৯, কোটচাঁদপুরে ১৭ ও মহেশপুরে ১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও ঝিনাইদহের ৩ ও মহেশপুরে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪’শ ৪২ জনে। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫ জন ও মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের।