ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাজারের ৪ টি মার্কেটের ২৬ টি দোকান ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরি করেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রোববার রাত দেড় টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার ৪ টি মার্কেটে প্রবেশ করে। চোরচক্র বাজারের ২৬ টি দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। ব্যবসায়ীদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।
বাজারের ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের সার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে। আমরা চাই দ্রুত এই চোরচক্র শনাক্ত করে তাদের গ্রেফতার করা হোক। সেই সাথে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হোক।
মিমি ফার্মেসির স্বত্তাধীকারী রাজু আহম্মেদ বলেন, আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা আর গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটলো। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সবুজদেশ/এসএএস