ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড ৫ হেক্টর কলাক্ষেত

 

মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে ঝিনাইদহের শৈলকূপায় অন্তত ৫ হেক্টর জমির কলাক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাখেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের তাণ্ডবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখি ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাকের ক্ষয়ক্ষতি হয়েছে।

সবুজদেশ/এসএএস

About Author Information

ঝিনাইদহে ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড ৫ হেক্টর কলাক্ষেত

Update Time : ০৭:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

 

মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে ঝিনাইদহের শৈলকূপায় অন্তত ৫ হেক্টর জমির কলাক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাখেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের তাণ্ডবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখি ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাকের ক্ষয়ক্ষতি হয়েছে।

সবুজদেশ/এসএএস