ঝিনাইদহে ৩৩৫ পিস ইয়াবাসহ আটক ১
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩৩৫ পিস ইয়াবা সহ আছাদুল জানাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আটক আছাদুল জামান কুষ্টিয়া জেলার সালদা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আছাদুল জামান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।