ঝিনাইদহের কালীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার সাঁকোর বাজারে এ ঘটনা ঘটে। ৪ ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে তেল সরবরাহের কাজে ব্যবহৃত মোটর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য।
স্থানীয় সাবেক চেয়ারম্যান আলী মোর্তুজা রেজা ফিটু বলেন, আব্দুল আজীজ নামে এক তেলের ব্যবসায়ীর দোকানে আগুন লাগে। তিনি ডিজেল, অকটেন ও পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিক্রি করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: আলী সাজ্জাদ বলেন, তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিলো। আগুন নেভাতে কালীগঞ্জ, কোটচাদপুর, চৌগাছা, যশোর সেনানিবাস স্টেশনসহ মোট ৬ টি ইউনিট কাজ করছে। আগুন সম্পুর্ণটাই নিয়ন্ত্রনে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানান তিনি।
সবুজদেশ/এসইউ