ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

 

জুলাই সনদ ঘোষনা, জুলাই গণহত্যার বিচার ও আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়।

শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ, শহর শাখা জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুন-গুম করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়েছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেয়া হবে না।

বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ ঘোষনা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। জুলাই সনদ অবিলম্বে ঘোষনা করতে হবে। জুড়ে সনদের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

বক্তারা বলেন, দেশের মানুষ এই ধরণের তাবেদার দলগুলোকে আর ভোট দেবে না। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

Update Time : ০৮:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 

জুলাই সনদ ঘোষনা, জুলাই গণহত্যার বিচার ও আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়।

শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ, শহর শাখা জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুন-গুম করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়েছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেয়া হবে না।

বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ ঘোষনা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। জুলাই সনদ অবিলম্বে ঘোষনা করতে হবে। জুড়ে সনদের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

বক্তারা বলেন, দেশের মানুষ এই ধরণের তাবেদার দলগুলোকে আর ভোট দেবে না। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না।

সবুজদেশ/এসএএস