বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাচারিতলা গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযক্ত পলাতক রয়েছে।
ভিকটিমের বাবা জানান, গত ৭ জুলাই রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতোলা গ্রামে বাড়ির পাশে খেলছিলো ওই শিশুটি। ঘটনার দিন বেলা সাড়ে ১২টার দিকে একই গ্রামের জব্বার আলীর ছেলে মনছের আলী (৫৭) শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন মাঠে নিয়ে যায়। একটি পান বরজের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি করতে থাকে। শিশুর কান্না শুনে পান বরজে কাজ করা কাচারীতোলা গ্রামের ইমদাদুল হকের ছেলে লিকু বেরিয়ে আসে। লিকুকে দেখে হাত পা জড়িয়ে ধরে লম্পট মনছের আলী। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না ভিকটিম শিশুটির বাবার। শিশুটির পিতা দিনমজুর হওয়ায় সমাজপতিরাও এড়িয়ে যায় এবং থানায় মামলা করতে নিষেধ করে। সোমবার শিশুটির পিতা বাড়ি থেকে আত্মীয়র বাড়িতে যাওয়া কথা বলে হরিণাকুন্ডু থানায় গিয়ে মামলা করেন।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামী মনছের আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।