ঝিনাইদহ আদালতে জিপি-পিপিসহ নিয়োগ পেলেন ৭২ জন
ঝিনাইদহ জেলা জজ আদালত, দায়রা জজ আদালত এবং এর অধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন ৭২ জন আইনজীবী সরকারি কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত রবিবার (২০ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর সানা মো. মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।
জেলা জজ আদালতে সরকারি কৌসূলি (জিপি) হিসেবে অ্যাডভোকেট মো. মোকাররম হোসেন টুলু নিয়োগ পেয়েছেন। দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউট (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. ইশারত হোসেন খোকন।
এ ছাড়া জেলা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌসূলি হিসেবে এক জন, দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে ৮ জন নিয়োগ পেয়েছেন। জেলা জজ আদালতে সহকারি সরকারি কৌসূলি হিসেবে ৯ জন এবং দায়রা জজ আদালতে সহকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে ৫১ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন।
এসএএস/সবুজদেশ