জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের ৬ জন জখম হয়েছেন। আহতদের ঝিনাইদহ ৫০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের হয়েছে।
আহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের টাকিয়ারপুতা মাঠপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২৫), তার ভাই সোবহান মন্ডল (৬০), সোবহান মন্ডলের ছেলে তাজমিন (২০), শরিফুল ইসলামের ছেলে রাজন (২১) ও প্রান্ত (১৯)এবং সোবহান মন্ডলের স্ত্রী।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের টাকিয়ারপুতা মাঠপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে হামলার ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল) আদালতে মামলা করেন আহত তরিকুল ইসলাম।
মামলায় টাকিয়ারপুতা গ্রামের মৃত রাহেন মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৫৪), তার ছেলে রাফিজুল (২৫), শহিদ মালিতার ছেলে শিপন মালিতা (৩৮), রিপন মালিতা (৪০) সহ ৯ জনকে আসামী করা হয়েছে।
হামলার শিকার তরিকুল ইসলামের বোন হাসিয়া খাতুন জানান, জমিজমা নিয়ে বিরোধ অনেক দিনের। বৃহস্পতিবার জমি মাপার কাজ শুরু হয়। এক পর্যায়ে শিপন মালিতা ও রিপন মালিতা নেতৃত্বে তাদের লোকজন দা, খুনতা, কোদাল নিয়ে হামলা চালায়। নারীদেরকেও তারা পিটিয়ে জখম করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলার শিকার তরিকুল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। তরিকুল মাশরুম উদ্যোক্তা। সরকারি বিভিন্ন দপ্তর থেকে একাধিকবার পুরস্কারও পেয়েছেন তিনি। হামলাকারীরা তরিকুলের খামারে লুটপাট চালিয়েছে। হামলাকারীরা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
আহত তরিকুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি সহ পরিবারের ৬ জন হাসপাতালে ভর্তি। হামলাকারীদের ভয়ে আমরা বাড়িতেও যেতে পারছি না। পুলিশকে ঘটনা জানিয়েও কোনো বিচার পাইনি। পরে আদালতে মামলা করেছি।
অভিযুক্ত শিপন মালিতা বলেন, জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। জমির কাগজপত্র থাকলেও তারা জমি দখল করে বসে আছে। এ নিয়ে মারামারি হয়েছে। আমরাও আহত হয়েছি। প্রতিপক্ষ মামলা করেছে শুনেছি। মামলা হতেই পারে। এসব নিয়ে আমরা ভাবছি না।
হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খানের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বলেন, পুলিশ আইনগত সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই, কোনো ভাবেই যেন মারামারি না হয়। ওই ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হন বলে শুনেছি। মামলা হলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবো।
সবুজদেশ/এসইউ