ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ লকডাউনে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

  • Reporter Name
  • Update Time : ১১:১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৪৭৭ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝিনাইদহ জেলায় আজ (২২ জুন) সন্ধ্যা ৬ টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধে কিছু শর্তের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সোমবার রাতে বিধিনিষেধ জারি করে ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ সময় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরো, গণপরিবহন এবং জরুরী প্রয়োজন ব্যতীত জন চলাচল বন্ধ থাকবে।

এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওয়া বহির্ভুত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরণের গণজমায়েত বন্ধ থাকবে। সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।

Tag :

ঝিনাইদহ লকডাউনে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

Update Time : ১১:১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝিনাইদহ জেলায় আজ (২২ জুন) সন্ধ্যা ৬ টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধে কিছু শর্তের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সোমবার রাতে বিধিনিষেধ জারি করে ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ সময় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরো, গণপরিবহন এবং জরুরী প্রয়োজন ব্যতীত জন চলাচল বন্ধ থাকবে।

এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওয়া বহির্ভুত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরণের গণজমায়েত বন্ধ থাকবে। সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।