নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলায় হাট-বাজার ইজারা বন্দোবস্ত সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে দরপত্র দাখিলের নির্ধারিত সময়ের দিন শেষে এ দরপত্র খোলা হয় এবং ইজারাদের মাঝে হাট-বাজার ইজারা বন্দোবস্ত করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জনসম্মুখে দরপত্র খোলেন এবং যে সমস্থ দরপত্র ক্রয়কারিগণ সরকারি সিডিউলের চেয়ে বেশি মূল্য দিয়েছে সেই ইজারাদের নাম প্রকাশ করেন। দরপত্র খোলার সময়, ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ, ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, ১৪নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মুসুদ লিল্টন, ১৬নং সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার (কেবি)সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দরপত্র ক্রয়কারি, পুলিশ, সাংবাদিক ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় ১৬টি ইউনিয়নের ৪৩টি হাট-বাজার ইজারার দরপত্র খোলা হয় এবং যারা দরপত্রের টিকিট পেয়েছেন তাদের নাম ঘোষনা করা হয়। উল্লেখ্য গত বছরের সিডিউলের চেয়ে তুলনামূলক ভাবে এবার দরপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here