ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের সরকারী বালক বিদ্যালয়ের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীরা।
সেসময় বিদ্যালয়ের ১৯৮০ সাল থেকে শুরু করে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।
ইফতারের আগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা স্মৃতিচারণমুলক আলোচনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ইফতার মাহফিল আয়োজক কমিটির প্রধান ডাঃ জামিল হায়দার বলেন, আমাদের এ অয়োজন মূলত বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তির প্রারম্ভিব আয়োজন । আস্তে আস্তে বিভিন্ন ব্যাচকে আমরা একত্র করার চেষ্টা করছি । সামনে ২০২৭ সালে যেন একটি ভালো আয়োজন করতে পারি সে চেষ্টা করা হচ্ছে ।
সবুজদেশ/এসইউ